মামুন হত্যাকান্ডে জড়িতদের প্রশাসনকে ৭২ ঘন্টা আল্টিমেটাম দিলেন রবিন

দৈনিক তালাশ ডটকমঃ নিজস্ব প্রতিবেদক:ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন এর খুনি যুবলীগ সন্ত্রাসী আক্তার ও সুমনের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও জেলা প্রশাসন কার্যালয় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ।

শনিবার (৮ই ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ ফতুল্লা কুতুবপুর থেকে বিক্ষোভ মিছিলটি বের করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও প্রশাসন কার্যালয়ে অফিসের সামনে এ সমাবেশ করা হয়।

ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন বলেন, গত ৫ই আগস্টের পরে নারায়ণগঞ্জে গডফাদারা পালিয়ে গেছে। তখনও দেখাগেছে কথিত স্বৈরশাসকের লেসপেন্সার আমাদেরসমাজে ঘাপটি মেরে বসে রয়েছে। তারা চাচ্ছে এসমাজটাকে কলশিত করতে। বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান নতুন এক বাংলাদেশের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। যখন আমরা সমাজ সংস্কারের জন্য নানা জায়গায় কাজ করে যাচ্ছি। তখন ঐ প্রেতাত্মারা চায় নতুন করে সন্ত্রা ঘটাতে। আক্তার ও সুমনের হাতে যে অস্ত্র সে অস্ত্র ইজরাহিলরা ফিলিস্তিনিদের উপর ব্যবহার করছে। প্রশাসন এরকম অস্ত্রধারীদের কেনন গ্রেপফতার করছেন না। আমরা বার বার প্রশাসনকে বলে যাচ্ছি। কিন্তু প্রশাসন নিরবতা পালন করছে। গতকাল জানাযায়র সময় জনগণ বলেছিল তাদের বাড়িঘরে হামলা চালাবে। কিন্তু আরা তা হতে দেইনাই নিহতের পরিবার অনুরোধ করে বলেছে। তাই প্রশাসনকে ৭২ ঘন্টা আল্টিমেটাম দিলাম এর মধ্যে গ্রেফপ্তার না করতে পারলে আমরা জনগণকে সাথে নিয়ে ব্যবস্থা নিব।

এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, সদস্য সচিব রাসেল মাহমুদ, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম লিটন, যুবদল নেতা সাগর সিদ্দিকী, মিলন ঢালী, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারীসহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *