দৈনিক তালাশ ডটকমঃ উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল আউয়াল ( দা: বা: ) মুহতামিম মারকাজুল উলুম আল ইসলামিয়া হাজীপাড়া মাদ্রাসা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা আবু তাহের জিহাদি। বিশেষ বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন, হযরত মাওলানা ছানা উল্লাহ নুরি,মুফতি মামুনুর রশীদ কাশেম,হযরত মাওলানা মুফতি হেদায়েতুল হক,মাওলানা ইকরামুদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজির আহাম্মেদ সভাপতি ডিএসএস ফুটবল একাডেমীর দেওভোগ নাগবাড়ী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হেদায়েত উল্লাহ খোকন সভাপতি বৃহত্তম পঞ্চায়েত কমিটি দোওভোগ শেষ মাথা। আলাহজ্ব শফিউদ্দিন খোকন সরদার মেম্বার ৯ওয়র্ড কাশিপুর ইউনিয়ন পরিষদ, আলহাজ্ব দুলাল হোসেন সভাপতি পশ্চিম নগর পঞ্চায়েত কমিটি দেওভোগ।সলিমুল্লাহ করিম সেলিম আহবায়ক নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দল। আলহাজ্ব কামাল হোসেন সাধারণ সম্পাদক পশ্চিম নগর পঞ্চায়েত কমিটি,আলহাজ্ব সুলতান আহমেদ সাধারণ সম্পাদক বাগে জন্নাত জামেমসজিদ।মাহফিলের সার্বিক পরিচালনায় ছিলেন মো:জাহাঙ্গীর মৃধা,আয়োজনে আলহাজ্ব আব্দুল বাসেত, আলহাজ্ব আবুল হোসেন খোকন,মো: মাসুদ বক্স,সেলিম আহমেদ, মো:মনির হোসেন, মো:বিল্লাল ভুইয়া,মতো:মোহন,মতো:জুয়েল প্রধান,মো: আয়নাল হোক,শেখ মুছা আহমেদ,আলহাজ্ব কবির হোসনে, হাম্বী সালাম,মো: সাইফুল ইসলাম, মো: সেলিম মাহমুদ। অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব রহমত উল্লাহ মানিক বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী দেওভোগ মাদ্রাসা।