সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দৈনিক তালাশ ডটকমঃ সিরাজগঞ্জ প্রতিনিধি শাহা আলম: ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।০৬ফেব্রুয়ারি ২০২৫.বৃহস্পতিবার সকাল 10 ঘটিকায় সিরাজগঞ্জ ভিক্টোরিয়া স্কুল ক্যাম্পাসে বর্ণিল সাজে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। উৎসব মুখর পরিবেশে শত শত দর্শনার্থী ও ছাত্র-ছাত্রী উপভোগ করেন এই অনুষ্ঠান। অত্র স্কুলের প্রধান শিক্ষক মো: সাজেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোজিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। মো: আফসার আলী , জেলা শিক্ষা অফিসার। এলিজা সুলতানা, সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার। মো:ফজলে রাব্বি, সহকারী কমিশনার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : ম্যানেজিং কমিটির সদস্য নাজমুল হুদা। শিক্ষক প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম। সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল আলম। সিনিয়র শিক্ষক মির্জা গোলাম মোস্তফা। শরীরচর্চার শিক্ষক রাশিদুল হাসান, এবং সহকারী শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ফিতা কেটে ক্যাম্পাসে প্রবেশ করেন এবং আসন গ্রহণ করেন। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথি জাতীয় সংগীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করেন, শপথ বাক্য পাঠ করান ছাত্র-ছাত্রীদের, এবং রং বেরঙ্গের বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। তারপর শুরু হয় ছেলে মেয়েদের বিভিন্ন খেলাধুলা । খেলাধুলা শেষে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *