আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ১১নং ওয়ার্ডে মহানগর বিএনপির বিক্ষোভ

দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (৫ই ফেব্রুয়ারী) সন্ধ্যায় নগরীর ১১নং ওয়ার্ডের এম সার্কেসের এলাকায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা ।

এ সময় বিক্ষোভ মিছিলটি এম সার্কেস থেকে শুরু করে হাজীগঞ্জ মোড় ঘুরে ১২নং ওয়ার্ডে খানপুর রেললাইন বৌবাজার হয়ে ডনচেম্বার দিয়ে মিশনপাড়া হোসিয়ারী সমিতির সামনে এসে শেষ হয়।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকিম মোস্তাকিম শিপলু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন ও ১৩নং-ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিরা সরদার সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *