নওগাঁর মান্দায় নাশকতার মামলায় ইউপি আওয়ামী লীগের চেয়ারম্যান গ্রেফতার

দৈনিক তালাশ ডটকমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁ: নওগাঁয় নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে নওগাঁর মান্দা উপজেলার কশব উচ্চ বিদ্যালয় মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফজলুর রহমান (৫৫ ) মান্দা উপজেলার কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গা গ্রামের মৃত জসিম উদ্দীন পিয়াদার ছেলে।

মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, নাশকতার মামলায় কশব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানকে গ্রেফতার করার পরই রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। ওসি আরো বলেন, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম- দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা এবং অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার সংবলিত লিফলেট বিতরণ সহ আইনশৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *