হত্যা মামলার আসামি নিয়ে বহিস্কৃত যুবদল নেতার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি

দৈনিক তালাশ ডটকমঃ সোনারগাঁও প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যার মামলার আসামীদেরকে নিয়ে উপজেলা যুবদলের বহিস্কৃত নেতা আশরাফ ভূইয়া বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে উপজেলাজুড়ে সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে।

আশরাফ ভূইয়াকে এর আগে গত ২৩ জানুয়ারী দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও দখলবাজিতে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগে সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিস্কার করা হয়। বর্তমানে তিনি দল থেকে বহিস্কৃত আছেন।

এদিকে মামলার আসামি নিয়ে দাবি জানানো ওই ব্যক্তিদের মধ্যে হলেন জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার ২১৩ নং আসামী মোতালেব মেম্বার। তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন মোঃ আবু হানিফ নামে এক ব্যাক্তি যাহার মামলা নং-১৬ তাং ২৪/৮/২৪ইং

অন্যদিকে আরো রয়েছেন, আওয়ামীলীগ নেতা ডা. আবু জাফর চৌধুরী বীরুর আস্থাভাজন মুক্তার হোসেন,হত্যা মামলার আসামি ছারাও রয়েছে জাপা ও আওয়ামী লীগ নেতা রমজান, দৌলত ও মহসিন তারা প্রত্যেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় এজাহার ভুক্ত আসামি।

গত ২৩ জানুয়ারী দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও দখলবাজিতে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগে আশরাফ ভুইয়াকে দল থেকে বহিস্কার করা হলে শুক্রবার (৩১ জানুয়ারী) উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় কিছুসংখ্যক ব্যক্তি ও ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামীদের নিয়ে বহিষ্কার প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ ও মানববন্ধন করেন আশরাফ ভুইয়া ও তার অনুসারী।

এসময় হত্যা মামলার আসামি মোতালেব মেম্বারকে মিছিলে দেখা যায়।

এবিষয়ে জানতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমানের ব্যবহৃত নাম্বারে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক শহীদুর রহমান স্বপন বলেন, হত্যা আর নাশতার মামলার আসামীদের নিয়ে কিছু করলে দল তা কারো ব্যাপরে মেনে নিবে না,আর আশরাফ ভুইয়া যেহেতু দলের কেউ না এটা তার ব্যক্তিগত বিষয় তিনি কাকে নিয়ে বিক্ষোভ বা মানববন্ধন করবেন। তাকে নিয়ে আমার কোন মন্তব্য নেই যেহেতু সে আমার দলের কেহ না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *