সিরাজগঞ্জে সরস্বতী পূজা উপলক্ষে ১৫০ বছর ধরে প্রতিবছর বসে বিশাল দইয়ের মেলা

দৈনিক তালাশ ডটকমঃ শাহ আলম, সিরাজগঞ্জ থেকে: সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও পালিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা। এই পূজাকে কেন্দ্র করে ১৫০ বছর যাবৎ বসে রকমারি দইয়ের মেলা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেমন কামার খন্দ,জামতৈল, রাজাপুর, বেলকুচি, সহ সুনামধন্য দই ব্যবসায়ীরা দইয়ের পশরা সাজিয়ে বসেছিলেন শহরের ভিআইপি রোড জ্ঞানদায়ীনি ও হৈমবালা স্কুলের সামনের রাস্তায়। রকমারি দইয়ের পসরা দেখে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের জনগণ উৎসব মুখর পরিবেশে দই কিনেছেন। সকালে আলোফোটা থেকে শুরু হয়ে রাত ৮:00 টা পর্যন্ত চলে এই দই মেলা। প্রতিবছর এই দই মেলার জন্য অপেক্ষায় থাকে সকল জনগণ । মূলত এটি একটি দই উৎসব মেলা। এলাকার লোকজন বলেছেন দই আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি। কিন্তু আজকের অনুভূতি অন্যরকম নতুন অনুভূতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *