দেশের জনগণ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগসহ সকল সন্ত্রাসীদের জেলে দেখতে চায়: সাখাওয়াত হোসেন খান

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জবাসী শামীম ওসমানকে জেলে দেখতে চায়, সেলিম ওসমানকে জেলে দেখতে চায়, আইভীকে জেলে দেখতে চায়। দেশের জনগণ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের জেলে দেখতে চায়। তাদের হাতে ছাত্র-জনতা হত্যার রক্ত এখনো লেগে আছে।রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধ করতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, গত ১৫ বছর খুনি সন্ত্রাসী শামীম ওসমান ও সেলিম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদে পরিণত করা হয়েছিলো। তারা আবারও নারায়ণগঞ্জকে অশান্ত করতে চায়। আবারও সেই সন্ত্রাসের জনপদে পরিণত করতে চায়। কিন্তু নারায়ণগঞ্জের মানুষ এবার তা আর হতে দেবে না। দেশের নিরীহ ছাত্র জনতাকে হত্যা করে তারা রক্তে হাত রঞ্জিত করেছে। তাই তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, আমরা নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও প্রতিটি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বলতে চাই, আমরা আপনাদের খুঁজছি। নারায়ণগঞ্জের মানুষ আপনাদের খুঁজছে। বাংলাদেশের মানুষ আপনাদের খুঁজছে। আপনাদেরকে ধরে আমরা পুলিশের কাছে সোপর্দ করবো এবং ছাত্র-জনতা হত্যার বিচার কার্যকর করার ব্যবস্থা করবো। আপনারা যে অপরাধ করেছেন সে অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সেটা নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা রাজপথে আপনাদের প্রতিহত করে যাবো।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগরের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর শ্রমিকদলের সদস্য সচিব ফারুক হোসেন ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মির্জা কামাল উদ্দিন জনিসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *