দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের সদর ইউনিয়নের তৃণমূল বিএনপি নেতা একাধিক মামলার আসামী লিটন ওরফে কসাই লিটন ও তার দুই ছেলে আসাদুজ্জামান রাসেল ও আমির হামজা রানা মিয়ার জিম্মিদশা থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। শনিবার সকালে উপজেলার পূর্বাচলের সমু মার্কেট এলাকায় রূপগঞ্জ সাংবাদিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কসাই লিটনের বোন রোকেয়া ইয়াছমিন, মাহমুদা খাতুন, প্রতিবেশী সাহেলা বেগম, সিরাজ খন্দকারসহ অনেকে। এসময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, রফিকুল ইসলাম লিটন তৃণমূল বিএনপির সক্রিয় নেতা ছিলেন। লিটন ও তার দুই ছেলে আসাদুজ্জামান রাসেল ও আমির হামজা মিলে পূর্বাচলে উপশহরে তাদের নামেরপ্লট জালিয়াতি ও ভূয়া কাগজ বানিয়ে মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানী করে শতশত কোটি টাকার মালিক বনে গেছেন। এমনকি তাদের হামলার স্বীকার হয়েছে অনেকে। কসাই লিটন বাড়িয়াছনি এলাকার সালেহা বেগমের ৫ কাঠা, সিরাজ খন্দকারের ৮ শতাংশ জমি, রোকেয়া বেগমের ৩ কাঠার প্লটের জাল কাগজপত্র বানিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। তাদের কাছে জিম্মি বাড়িয়াছনি এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবার। ৫ আগষ্টের পর থেকে বেপরোয়া হয়ে উঠে কসাই লিটন তার ছেলেরা। কসাই লিটন ও তার দুই ছেলের জিম্মিদশা থেকে মুক্তি পেতে ভুক্তভোগীরা রূপগঞ্জ থানা পুলিশ ও প্রশাসনের সহযোগীতা চায়।