হাটগাঙ্গোপাড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান

দৈনিক তালাশ.কমঃ আলমগীর হোসেন বাগমারা প্রতিনিধি ইংরেজী নববর্ষ ২০২৫ উপলক্ষে রাজশাহী বাগমারা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। হাটগাঙ্গোপাড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি হোসাইন মোঃ মোবারক হোসেন।আজ এক বাণীতে অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিষ্টীয় নববর্ষ আমাদের মাঝে সমাগত। নতুনকে বরণ করা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলেও ব্যবহারিক জীবনে খ্রিষ্টীয় বর্ষ পঞ্জিকা বহাল বহুল ব্যবহৃত। খ্রিষ্টীয় নববর্ষ তাই জাতীয় জীবনে প্রাত্যহিক জীবনযাত্রায় অবিচ্ছেদ্যভাবে মিশে গেছে। আমি বাগমারা বাসীকে স্বাস্থ্যবিধি মেনে নববর্ষ উদযাপনের আহ্বান জানাচ্ছি।বাণীতে আরো বলেন, ২০২৫ সাল আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ বছর। এ যুগসন্ধিক্ষণে স্পন্দন সোনার বাংলাদেশ গঠনে আমাদের নিরলস প্রয়াস চালাত হবে। নববর্ষ সবার মাঝে জাগাবে প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। মহামারি ভয়াবহতা মোকাবিলা করে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ। নববর্ষে এ প্রত্যাশা করি। খ্রিষ্টীয় নববর্ষে সবার জীবন আনন্দ ও সাফল্যে ভরে উঠুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *