দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:সাপ্তাহিক ইনতিজার পত্রিকার আঞ্চলিক অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো গাজীবাড়ী, বাঘিল, ধনবাড়ীতে। সোমবার (৩০ ডিসেম্বর) টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকার গাজীবাড়ী মোড়ে সন্ধ্যা ৬টায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অফিসটির উদ্বোধন করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক এবিএম আব্দুল হাই মিঞা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র পত্রিকার আইন বিষয়ক সম্পাদক ও আঞ্চলিক অফিসের পরিচালক, শিক্ষানবীশ আইনজীবী মুহাম্মদ আব্দুর রশিদ (এলএলবি অনার্স)। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, অত্র পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদুল বারী সোহান, এডভোকেট নাসির খান।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:
জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটের সভাপতি ও জাতীয় দৈনিক আমার বার্তা-র কালিহাতী প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ।
ধনবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু।
ধনবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম আব্দুর রাজ্জাক।
ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান)।
এশিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ আব্দুল লতিফ।
প্রবীণ ও নবীন সাংবাদিকদের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথিরা পত্রিকার দীর্ঘদিনের নির্ভরযোগ্যতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন এবং নতুন আঞ্চলিক অফিসের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অতিথিদের বক্তব্যে উঠে আসে:
পত্রিকার ২৯ বছরের গৌরবময় ইতিহাস, সংবাদপত্রের দায়িত্বশীল ভূমিকা এবং নতুন আঞ্চলিক অফিসের মাধ্যমে ধনবাড়ী অঞ্চলের জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার। বক্তারা উল্লেখ করেন, সাপ্তাহিক ইনতিজার পত্রিকা তার স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য পাঠকমহলে বিশেষ স্থান দখল করেছে।
উদ্বোধনী আয়োজনে বিশেষ দৃষ্টিভঙ্গি:
আন্তরিক পরিবেশ, পেশাদারিত্ব এবং অতিথিদের উষ্ণ সংবর্ধনায় পুরো আয়োজনটি হয়ে ওঠে অত্যন্ত মনোমুগ্ধকর। এটি ধনবাড়ী এলাকার সাংবাদিকতার অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।