কিংবদন্তর সংগীত শিল্পী শেফালী ঘোষের প্রয়াণ দিবস আজ

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার: আজ ৩১ ডিসেম্বর “যদি সুন্দর একখান মুখ পাইতাম/ বকশীরহাডর পানের খিলি তারে খাবাইতাম।” এমন অনেক চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাজ্ঞী খ্যাত কিংবদন্তী শিল্পী শেফালী ঘোষ এর ১৬তম প্রয়াণ দিবস। তিনি ১৯৪১ সালের ১১ জানুয়ারি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।

শেফালী ঘোষ ছিলেন একজন বাংলাদেশী আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী। তিনি বাংলাদেশের চট্টগ্রামের আঞ্চলিক গানকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছেন যা উপমহাদেশের সংগীতকে সমৃদ্ধ করেছে। প্রায় পাঁচ দশকের সংগীত জীবনে তিনি প্রায় সহস্রাধিক গান গেয়েছেন। তার গাওয়া গান নিয়ে দুই শতাধিকের বেশি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তিনি বেশ কয়েকটি বাংলা চলচ্চিত্রের গানেও প্লেব্যাক শিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের প্রায় ২০টিরও বেশি দেশে সঙ্গীত পরিবেশন করেছেন।
তাঁর গাওয়া বিখ্যাত গানের মধ্যে রয়েছে এম এন আখতার রচিত এবং সুরারোপিত ” যদি সুন্দর একখান মুখ পাইতাম”, আহমেদুল হক সিদ্দিকী রচিত ও সুরে “ও রে সাম্পানওয়ালা”, মলয় ঘোষ দস্তিদার রচিত ও সুরে “ছোট ছোট ঢেউ তুলি” প্রভৃতি। তিনি ১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাংস্কৃতিক ভূমিকা রেখেছেন। সঙ্গীতের পাশাপাশি যাত্রা এবং মঞ্চনাটকেও তার নিয়মিত অংশগ্রহণ ছিল।
তিনি ২০০৬ সালের ৩১ ডিসেম্বর ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। চট্টগ্রামী গানের মাধ্যমে যিনি চট্টগ্রামকে সমগ্র বিশ্বে পরিচিত করিয়েছিলেন,এত বড় মাপের শিল্পী আর অদূর ভবিষ্যতে জন্ম নেবে কি না সন্দেহ। এ গুণী শিল্পীর প্রয়াণ দিবসে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
নওগাঁ #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *