দৈনিক তালাশ.কমঃ তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনার অনুরোধ দৈনিক ইয়াদ কর্তৃপক্ষ ও তার পরিবারের সদস্যদের। ইয়াদ রিপোট//নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত জনপ্রিয় সংবাদপত্র দৈনিক ইয়াদ-এর সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তোফাজ্জল হোসেন গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, তিনি সম্প্রতি ব্রেন স্ট্রোক ও হার্ট অ্যাটাকের শিকার হন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তোফাজ্জল হোসেন নারায়ণগঞ্জ অঞ্চলে সাংবাদিকতার জগতে অত্যন্ত পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব। তাঁর দক্ষ নেতৃত্বে দৈনিক ইয়াদ পত্রিকা স্থানীয় ও জাতীয় সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
দৈনিক ইয়াদ পত্রিকার পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনা করে সবাইকে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে। তার পরিবারের সদস্যরাও সবার কাছে প্রার্থনার আবেদন জানিয়েছেন। সাংবাদিক সমাজ, শুভানুধ্যায়ী এবং তার অসংখ্য পাঠক তার সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ রইল। আল্লাহ তাআলা তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।