দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: ঢাকার জাতীয় প্রেসক্লাবের হল রুমে জাতীয় সাংবাদিক সংস্থার মহাসমাবেশ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশিদ শাহিন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংস্থার কেন্দ্রীয় মহাসচিব মোঃ কামরুল ইসলাম।
মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, এবং বিশিষ্ট সাংবাদিক নেতা মোঃ শহিদুল ইসলাম।
উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষত সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়া, দুস্থ ও অসহায় সাংবাদিকদের জন্য কল্যাণ ভাতা বৃদ্ধি এবং আর্থিক সহযোগিতা আরও কার্যকর করার প্রস্তাব দেন।
মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ এলাকার সমস্যা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনুষ্ঠানটি ছিল এক মিলনমেলা, যেখানে সাংবাদিকদের ঐক্যের গুরুত্ব এবং পেশাগত উন্নয়নের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।
এ ধরনের মহাসমাবেশ সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণে এবং তাদের জন্য একটি সুরক্ষিত ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে বিশেষ ভূমিকা পালন করবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।