জমিয়তে উলামায়ে ইসলাম নাঃগঞ্জ জেলার প্রতিনিধি সম্মেলন

দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ভারত বর্ষে স্বাধীনতা আন্দোলনকারী ঐতিহাসিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, আজকের এই প্রতিনিধি সম্মলেনে সর্ব প্রথম লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এই মুহুর্তে মাওলানা মনির হোসাইন কাশেমীকে আগামীর নারায়ণগঞ্জ সুন্দর করে গড়ে তোলার প্রত্যয় নিয়ে আজকের এই সম্মেলন আয়োজন করার জন্য ধন্যাবাদ জ্ঞাপন করছি। আমাদের বিশ্বস্ত পরীক্ষিত প্রতিনিধিকে আমরা এই মাটি থেকে এই জনপদ থেকে সংসদে পাঠাবোই। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। সারাদেশে আমাদের সাংগঠনিক কার্যক্রম চলমান।

তিনি আরো বলেন, বক্তব্য পরিস্কার আমরা কোন লুটেরা মানুষের নেতৃত্ব মানবো না। আমরা কোন মিথ্যাবাদীকে নেতা বানাবো না। আমরা কোন চোর বাটপারকে নেতা বানাবো না। আমরা তাকেই আমাদের প্রতিনিধি বানাবো যিনি সাধারন মানুষের সাথে সু-সম্পর্ক বজায় রেখে চলবে। যে আমাদের সুখ দুঃখ শুনবেন। আমাদের হৃদয়ের কথা শুনেবেন। যার সাথে আমরা সাক্ষাৎ করে আমাদের দাবি দাওয়াগুলো বলবো। আমরা চাই সকল মানুষ যেন নিরাপদে ও আরামে থাকতে পারে। কোন কুচক্রী মহল যেন মানুষকে নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, মানুষের হক নিয়ে ছিনিমিনি খেলেতে না পারে।

জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতী মুনির হোসাইন কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান এর সঞ্চালনায় এসময় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মাওলানা হারুন অর রশিদ, মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মাহদি বিন ইব্রাহিম, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা তাজুল ইসলাম আব্বাস ও মাওলানা গিয়াসউদ্দিন সহ অসংখ্য উলামায়ে কেরাম।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুফতী মুনির হোসাইন কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, সহ-সভাপতি মুফতী আব্দুস সবুর কাসেমী, মুফতী তৈয়ব আল হোসাইনী, মুফতি শিব্বির আহমদ, মুফতি মনির উজ জামান, মাওলানা ইব্রাহীম খলিল, মুফতি কাজী দেলোয়ার হোসাইন, হাজী মুক্তার হোসাইন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাসনূর আহমাদ ভূঁইয়া, মাওলানা জমির উদ্দিন ফারুকী, হাজী জসিম আলী, মাওলানা রুহুল আমীন, মুফতি আলাউদ্দিন ফরাজী, মাওলানা তানইম মাদানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন আড়াইহাজারী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মোফাজ্জল ইবনে মাহফুজ, মাওলানা রিয়াজ উদ্দিন, মুফতী সোহাইল তায়েফী, মুফতী মাহমুদুল হাসান রাসেল কাসেমী, অর্থ সম্পাদক হাজী আনোয়ার হোসাইন, সহ অর্থ সম্পাদক আলহাজ্ব আবু সাঈদ, আলহাজ্ব মিসবাহ উদ্দিন, মাওলানা মাসুদুর রহমান, দপ্তর সম্পাদক মুফতী ইসমাঈল সরকার, সহ দপ্তর সম্পাদক মাওলানা ফয়সাল ইবনে মাহফুজ, মাওলান দীন ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা তাজুল ইসলাম আব্বাস, সহ প্রচার সম্পাদক মুফতী মাহদী বিন ইব্রাহীম, আব্দুর রহমান আল কাফী, শহীদুল ইসলাম, মাওলানা শরিফুল ইসলাম ও হাফেজ মোখলেছুর রহমানকে নিয়ে আংশিক নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *