জেলা বিএনপির নতুন নেতৃত্ব খোকন রাজীব টিটুকে করার দাবী নেতাকর্মীদের যে কোন সময় ঘোষনা

দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ভেঙ্গে দেয়ার পর দ্রুত এ কমিটি গঠনের কাজ শুরু করেছে কেন্দ্র। ইতোমধ্যে পদ প্রত্যাশী একাধিক নেতার ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।

নতুন বছরের শুরুতেই আসতে যাচ্ছে জেলা বিএনপির নতুন কমিটি। ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্র। সুনির্দিষ্ট অভিযোগের ব্যাপারে তদন্ত শেষে এ সংক্রান্ত কমিটি কেন্দ্রের কাছে কমিটি বাতিলের সুপারিশ করলে কেন্দ্র কমিটি বাতিল করেছে।

এদিকে দলের একাধিক সূত্র নতুন কমিটির বিষয়ে কেন্দ্রের কাজ শুরু করার ইঙ্গিত দিয়েছে। এর মধ্যে দুটি ফরম্যাট প্রস্তুত করেছে বলে জানা গেছে। এর মধ্যে একটি ফরম্যাটের কমিটি দ্রুততম সময়ের মধ্যে ঘোষণা করার কাজ চলমান আছে।
দলীয় সূত্রমতে, সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে সভাপতি, জেলা বিএনপির সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীবকে সাধারণ সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুকে সাংগঠনিক সম্পাদক করে একটি ফরম্যাট আছে।
আরেকটি ফরম্যাটে আছে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মামুন মাহমুদকে সভাপতি, জেলা বিএনপির সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীবকে সাধারণ সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুকে সাংগঠনিক সম্পাদক করে আরেকটি ফরম্যাট আছে। দুটি ফরম্যাটের যেকোন একটি যেকোন সময় ঘোষণা করা হতে পারে। তবে জেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন ও জেলা বিএনপির সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীবকে সাধারণ সম্পাদক ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুকে নিয়েই কমিটি করা হবে আশা করে নেতাকর্মীরা।

কারন জেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এর ভুমিকা ছিলো সব চেয়ে গুরুত্বপূর্ণ স্বৈরাচার সরকার পতন আন্দলোন নেতাকর্মীদের নিয়ে জীবনবাজি রেখে ছিলেন রাজপথে, তৃণমূল নেতাকর্মীদের দাবী খোকন কে সভাপতি দেওয়া হউক, জেলা বিএনপির সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব এর ভুমিকাও ছিলো অনেক গুরুত্বপূর্ণ জেলা বি এন পির কমিটি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েও সরে গিয়েছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশ এ, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ধন্যবাদ জানিয়েছিলেন রাজীব কে, স্বৈরাচার সরকার পতন আন্দলোন এর নেতাকর্মীদের নিয়ে রাজপথে ছিলেন এবং অনেকবার জেল ও খেটেছেন। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর ভুমিকা ছিলো অনেক আন্দোলন এর সময় পুলিশ এর গুলি চোখে লাগে সেই চিকিৎসা এখনো করছেন তিনি, প্রতিটি আন্দলোন সংগ্রাম রাজপথে ছিলেন অনড় তাই টিটুকেও জেলা বি এন পির কমিটির মধ্যে দেখতে চান নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *