কালিহাতীতে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ৬ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় কালিহাতী থানায় এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান ও কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া।

সাংবাদিকদের সামনে পুলিশ জানায়, শনিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তর দিক নির্দেশনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান এর তত্ত্বাবধানে কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশ পরিদর্শক নিরস্ত্র জনাব মোঃ শরিফুল ইসলাম, এস আই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় এসআই মিন্টু চন্দ্র ঘোষ, এস আই কামরুল হাসান, এ এস আই আবু নাঈম, এএসআই আমিনুর রহমানসহ পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার রশিদ কমপ্লেক্সের সামনে মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-
১) শামীম শেখ (৩০), সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ।
২) আব্দুল লতিফ (৪৭), মির্জাপুর, টাঙ্গাইল।
৩) মো. রবিউল ইসলাম রবি (২৭), ভূঞাপুর, টাঙ্গাইল।
৪) রাসেল মিয়া (২৮), মির্জাপুর, টাঙ্গাইল।
৫) খাদেম আলী (২৮), ভূঞাপুর, টাঙ্গাইল।
৬) মোহাম্মদ আব্দুল্লাহ হিল কাফি (২০), কালিহাতী, টাঙ্গাইল।

তাদের কাছ থেকে একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-১২-২৯২৭), দেশীয় অস্ত্রসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি কাটার বাট (৩৪ ইঞ্চি), দুটি চাপাতি (১৫ ও ১৭ ইঞ্চি), একটি ছুরি (১৭ ইঞ্চি), একটি হাতুড়ি (১২ ইঞ্চি) এবং একটি কাঠের রুলার (৩৩ ইঞ্চি)।

প্রেস কনফারেন্সে কালিহাতী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ইমরান বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কালিহাতী এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল। তাদের দেয়া গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে।

এ সময় থানার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *