কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দৈনিক তালাশ.কম: সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় কালিহাতী উপজেলার মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ও হাসমত নেতা সমর্থক গোষ্ঠীর আয়োজনে ৫ নং বাংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মওলানা ভাষানী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম হাসমত আলী নেতার স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানের শেষে উপস্থিত হাজারো মানুষের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলীর সার্বিক তত্বাবধানে জাকির হোসেনের সঞ্চালনায় ও হাসমত নেতা সমর্থক গোষ্ঠীর সভাপতি আলতাফ মাহমুদ খানের সার্বিক সহযোগীতায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কালিহাতী উপজেলা সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহর আলী, লুৎফর রহমান মতিন কলেজের শিক্ষক বাবর আলী তালুকদার, অ্যাডভোকেট মোবারক, আয়োজক সদস্য সচিব বাংড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম।
আয়োজক সদস্য-
বিদ্যালয়ের সাবেক সভাপতি সরোয়ার আলম, লতিফ মেম্বার, ফজল, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক, সোলায়মান, শফিকুল ইসলাম শফি, আ:মজিদ মিলিটারী, ময়ছের মেম্বার, মোস্তফা মাষ্টার, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং দলমত, জাতী-ধর্ম নির্বিশেষে দূর-দূরান্ত থেকে আগত মরহুমের পছন্দের ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকলেই মরহুম হাসমত আলী নেতার ত্যাগ, সাহসিকতা ও সমাজসেবার অসামান্য অবদান স্মরণ করে বলেন, তিনি শুধু বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন না; ছিলেন এক নিবেদিতপ্রাণ সমাজসেবক। তার নেতৃত্ব ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।

হাসমত আলী নেতা সমর্থক গোষ্ঠী জানান, মহান মুক্তিযোদ্ধা ও সমাজসেবক হাসমত আলী নেতার স্মৃতিকে চিরন্তন রাখার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শোকসভা ও দোয়া মাহফিলে মরহুমের প্রতি সবার ভালোবাসা ও শ্রদ্ধা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *