দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সোলাইমান এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভুলতা এলাকায় এ র্যালি ও পথ সভা হয়। র্যালিতে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এটি জনসমুদ্রে পরিণত হয়।
র্যালি পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান রনি, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু।
এই সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দল নেতা আবু দায়েম রাজন , আউয়াল, রাকিব, জাহাঙ্গীর, শফিকুল ডাক্তার, রনি, রাশেদুল, আনার হোসেন, সুলতান, রুলামিন, কাউসার।