মেঘনা এলাকায় বিশেষ অভিযান গুলি ও বিদেশী পিস্তলসহ তরুণ-তরুণী গ্রেপ্তার

দৈনিক তালাশ.কমঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয় পিরোজপুর ইউনিয়নের মেঘনা সেতুর টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গুলি ও বিদেশী পিস্তলসহ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছেন পুলিশ।

সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ আব্দুল বারী।

আটককৃতরা হলেন, বাক্ষনবাড়িয়া জেলার কসবা ফটুলি এলাকার মোকলেস মোল্লার ছেলে নাঈম (২৪) ও একই এলাকার শেখ শাহাদাতের স্ত্রী সুমা আক্তার (২৫)।

ওসি আরো জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় গুলি ও বিদেশী পিস্তলসহ দুইজন গ্রেপ্তার করা করা হয়। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *