দৈনিক তালাশ.কমঃস্টাফ রিপোর্টার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী আহবায়ক সাদেকুর রহমান সাদেকের নেতৃত্বে বিশাল বিজয় র্যালী নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সোমবার (১৬ই ডিসেম্বর) সকালে চাষাড়ার বিজয়স্তম্ভে শহীদদের প্রতি এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় বিজয় দিবসের র্যালী সফল করতে ‘আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম’। সাদেক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই সহ নেতাকর্মীদের মুখে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে নগরীর রাজপথ।
পরে সংক্ষিপ্ত এক বক্তব্যে জেলা যুবদলের সংগ্রামী আহবায়ক সাদেকুর রহমান সাদেক বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সালে সংঘটিত মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর শাসকগোষ্ঠী পশ্চিম পাকিস্তানের চরিত্র ধারণ করে। কিন্তু এ দেশের গণমানুষের ভাগ্যের কোনও পরিবর্তন ঘটেনি। ২০২৪ এর বিপ্লবের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সবাই কাজ করছি। যারা এই বিপ্লবে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি।
সাদেকুর রহমান সাদেক আরও বলেন, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচালিত হবে। নারায়ণগঞ্জে স্বৈরাচার পতন আন্দোলনে বিগত দিনে লড়াই সংগ্রামে যে সমস্ত নেতা-কর্মি জেল খেটেছেন, দিনের পর দিন হয়রানীর শিকার হয়েছেন। মামলা হামলা শিকার হয়েছেন তাদেরকে গুরুত্ব দিতে হবে। দলে তাদেরকে সবার আগে অগ্রাধিকার দিতে হবে।