দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস।
সোমবার (১৬ ডিসেম্বর) বিভিন্ন এলাকায় সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।সকালে সূর্যোদয়ের পর ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা কারাগার, নৌ-পুলিশ, জেলা সিভিল সার্জন ও জেলা আনসার ভিডিপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে বিএনপি, নারায়ণগঞ্জ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফতুল্লা থানা, জেলা জাতীয়তাবাদী মহিলা দল, জেলা শ্রমিক দল, জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ড্রেজার দপ্তর, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ইসলামিক ফাউন্ডেশন, রেজিষ্ট্রেশন কমপ্লেক্স, বিআরটিসি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশ, সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিজয় দিবসে রাজনৈতিক দলগুলো ছিলো রাজপথে সরব। নানা ব্যানারে কর্মী-সমর্থক নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে দেখা গেছে বিভিন্ন দলের আনন্দ মিছিল-র্যালী।