টাংগাইল কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পার্টির মহান বিজয় দিবস উদযাপন

দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পার্টির মহান বিজয় দিবস উদযাপন।

সোমবার (১৬ই ডিসেম্বর) সারা দেশের ন‍্যাত টাঙ্গাইলের কালিহাতীতেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৬ই ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি ও শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয়।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জাতীয় সাংবাদিক সংস্থা কালিহাতী ইউনিট, শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

জাতীয় পার্টির কালিহাতী উপজেলা আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক মীর শহিদুল ইসলাম, মোঃ জুলহাস উদ্দিন, মোঃ মনির সরকার, সদস্য সচিব মোঃ একলাছ মন্ডল এবং সম্মানিত সদস্য মোঃ শাহজাহান মিয়া। এছাড়াও এলেঙ্গা পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ ফজল মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কালিহাতী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতার চেতনায় দেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মহান বিজয় দিবসের এই আয়োজনে কালিহাতীর সর্বস্তরের জনগণ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *