মহান বিজয় দিবস উপলক্ষে জাকির খানের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত জাঁকজমকপূর্ণ বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ই ডিসেম্বর) সকালে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে বিশাল এ বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়।

বিজয় র‍্যালীটি ২নং রেলগেট এলাকা থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া বিজয়স্তম্ভের সামনে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে র‍্যালীটি শেষ হয়।

এসময় নেতা-কর্মীরা বিজয় দিবসের র‌্যালী সফল করতে ‘আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম’। এছাড়াও তারেক রহমান ও সাবেক ছাত্রদল সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে রাজপথ।

বর্ণাঢ্য এ র‍্যালীতে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহ্বায়ক মোহাম্মদ সলিমউল্লাহ সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দিদার খন্দকার, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউর রহমান জিয়া, সাবেক যুবদল নেতা পারভেজ মল্লিক, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, যুবদল নেতা সালেহ রনি ও যুবদল নেতা জুয়েল হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *