দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: ১৬ ডিসেম্বর ২০২৪, মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটের উদ্যোগে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। এ আয়োজনটি কালিহাতী আর এস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটের সভাপতি সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ, সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, সহ-সভাপতি মো: মাসুদুল আলম সিদ্দিকী স্বপন, প্রচার সম্পাদক মোঃ সোলায়মান খান, সম্মানীত সদস্য মো: বাবলু মিয়া ও প্রভাত দত্ত।
অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংস্থার নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। তাঁরা বলেন, বিজয় দিবস আমাদের জাতির জন্য এক গৌরবময় অধ্যায়। এই দিনটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।
সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখাই আমাদের একমাত্র লক্ষ্য। এ দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীরদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য।”
অনুষ্ঠানে সংস্থার সদস্যরা স্থানীয় শিক্ষার্থীদের বিজয় দিবসের তাৎপর্য নিয়ে অনুপ্রাণিত করেন এবং শুভেচ্ছা জানান। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে সাংবাদিকতার পেশাকে আরও দায়িত্বশীল ও নৈতিকতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এই আয়োজন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের মধ্যেও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেয়।