দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি গ্রুপের জবর দখলের প্রতিবাদে এলাকার হাজার হাজার নারী-পুরুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় সিটি গ্রুপের কারখানার সামনে ও রূপসী-কাঞ্চন সড়কে শনিবার ১৪ ডিসেম্বর দুপুরে আমরা তারাবো পৌরবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির সভাপতি তাসিক হক ওসমানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন- তারাবো পৌর এলাকার বাসিন্দা হাফিজুর রহমান পিন্টু, আফজাল কবির, হাজী মফিজুর রহমান, হাজী বাবুল, সাবেক কমিশনার আবুল হোসেন, আলতাফ হোসেন, মোজাম্মেল হক বাচ্চু, হাজী মনির হোসেন, রাজিব আহমেদ, রেনু বেগম, রায়হান মীর, হাজী আনিছুর রহমান, মীর মফিদুল, শামীম সাউদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিটি গ্রুপ বিগত দিনে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সহযোগিতায় এলাকার নিরীহ লোকজনের জায়গা-জমি ও বাড়িঘর দখল করে নিয়েছে। এছাড়াও শীতলক্ষ্যা নদীর তীরসহ সরকারী জায়গা দখলে নিয়েও প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। এ সময় তারা শব্দ দূষণ, বায়ু দূষণ, পরিবেশ দূষণ, সরকারি খাল ও হালট দখল মুক্ত, রাস্তায় গাড়ি পার্কিং বন্ধ ও নদী দূষণ মুক্ত করার দাবি জানান। বিক্ষোভ কর্মসূচিতে তারাবো পৌর এলাকার ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মানুষ অংশ নিয়ে সিটি গ্রুপের আগ্রাসন থেকে মুক্তি চান।