কালিহাতীতে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: কালিহাতীতে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলা গেট সংলগ্ন সরকার টাওয়ারের দ্বিতীয় তলায় জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালিহাতী ইউনিটের সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিপ্লব সরকার।

সভায় উপস্থিত ছিলেন ইউনিটের সহ-সভাপতি মোহাম্মদ মাসুদুল স্বপন, প্রচার সম্পাদক মোঃ সোলায়মান খান, সদস্য মোঃ বাবলু মিয়া, প্রভাত দত্তসহ আরও অনেকে। সভায় বিজয় দিবস উদযাপনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়, যার মধ্যে রয়েছে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৬ই ডিসেম্বর: বিজয়ের তাৎপর্য
১৬ই ডিসেম্বর বাঙালি জাতির গৌরবোজ্জ্বল একটি দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। এই বিজয় শুধুমাত্র একটি ভূখণ্ডের নয়; এটি শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামের চূড়ান্ত বিজয়। লাখো শহীদ ও বীরাঙ্গনার আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা জাতিকে একটি পরিচয় দিয়েছে—স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটের সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ বলেন, “বিজয় দিবস কেবল উদযাপনের বিষয় নয়, এটি আমাদের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস মনে করার দিন। নতুন প্রজন্মকে এ ইতিহাস জানাতে আমরা বদ্ধপরিকর।”

সভার আলোচনায় বক্তারা বিজয়ের চেতনা লালন করে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *