দৈনিক তালাশ.কমঃ আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি, এনামুল হক খন্দকার স্বপন। সাধারণ সম্পাদক, সাইফউদ্দীন মাহমুদ ফয়সাল। সিঃসহ সভাপতি, নাজমুল কবীর নাহিদ। সহ-সভাপতি মাহাবুব হাসান জুলহাস। সাংগঠনিক সম্পাদক, আল-আমিন খান। দপ্তর সম্পাদক, শওকত খন্দকার। সদর থানা কৃষক দলের, আহ্বায়ক, রানা মজিব। সদস্য সচিব, রানা মুন্সী। বাদশা খন্দকার, মোক্তার আকন্দ, হাসান সিদ্দিকী, এস এম রাজু,মহিউদ্দিন আহম্মেদ, মোঃ মাসুদ,
বন্দর উপজেলা কৃষক দলের, আহ্বায়ক, এবি এম ফারুক। সদস্য সচিব, সেলিম মাহমুদ।
১৩নং ওয়ার্ড, সভাপতি, ফারুক মাল। সাধারণ সম্পাদক, আরিফ আকন্দ। সহ সভাপতি, মোঃ মুসা মিয়া। সাংগঠনিক সম্পাদক, নাহিদুর রহমান পারভেজ। সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ রনি সিকদার।, আব্দুর রহমান, শাহজাহান, মাহবুব, শাকিল, ও বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।