কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মহানগর কৃষক দলের বর্ণাঢ্য র‍্যালী

দৈনিক তালাশ.কমঃ স্টাফ রির্পোটার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সহোযোগি সংগঠনের মধ্যে অন্যতম জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের উদ্যােগে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাইফুদ্দিন ফয়সালের সার্বিক পরিচালনায় উৎসবমূখর পরিবেশে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

এসময় র‍্যালীটি চাষাড়া থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি খন্দকার স্বপন বলেন, জাতীয়তাবাদী কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৮০ সালের ১১ ডিসেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দলের অন্যতম এ অঙ্গ সংগঠন গঠন করেন। সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে আহ্বায়ক করে এই কৃষক দলের যাত্রা শুরু হয়।

নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের বিপ্লবী সাধারন সম্পাদক মোঃ সাইফুদ্দিন ফয়সাল বলেন, বিগত ১৫ বছর বাংলাদেশের জনগণ নির্বাচিত সরকার দেখতে পারেনি। বিনা ভোটে অবৈধভাবে আওয়ামী লীগ সরকার রাজত্ব করেছে। ক্ষমতায় থাকাকালীন তারা সব সেক্টরে লুটপাট করেছে। দেশের অর্থ বিদেশে পাচার করেছে। দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন।

এসময় বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন, মহানগর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল কবির নাহিদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, দপ্তর সম্পাদক শওকত খন্দকার, সদর থানা কৃষক দলের সভাপতি রানা মুজিব, সাধারন সম্পাদক রানা মুন্সী, বন্দর থানা কৃষক দলের সভাপতি মোঃ লিটন ও সাধারন সম্পাদক মোঃ শান্ত সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *