কালিহাতীর বাংড়া ইউনিয়নের পাথালিয়ায় জমজমাট বিএনপির সম্মেলন প্রস্তুতি

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, জেলা প্রতিনিধি: কালিহাতীর বাংড়া ইউনিয়নের পাথালিয়ায় জমজমাট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সম্মেলন প্রস্তুতি চলছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ২ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বাংড়া ইউনিয়ন কমিটির সভাপতি সুলতান গিয়াসের নিকট জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বাংড়া ইউনিয়ন কমিটির উদ্যোগে আগামী ১৪ ডিসেম্বর ২০২৪ শনিবার পাথালিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সম্মেলন। এ উপলক্ষে চলছে দলের শেষ মুহূর্তের প্রস্তুতি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
কেন্দ্রীয় ঢাকা বিভাগীয়
সহ- সংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো।

বাংড়া ইউনিয়ন কমিটির দলীয় সভাপতি মো. সুলতান গিয়াসের নেতৃত্বে সম্মেলনের সকল কার্যক্রম এগিয়ে চলছে। ফজরের নামাজ থেকে গভীর রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে তিনি দলীয় কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তার বর্তমান বয়স আনুমানিক ৭০ বছর হলেও কর্মস্পৃহা ও উদ্যমে তিনি অনেক তরুণকেও ছাড়িয়ে যাচ্ছেন।

সভাপতি সুলতান গিয়াস বলেন, “ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মী ও সমর্থকদের আন্তরিকভাবে আহ্বান জানাই, সম্মেলনে উপস্থিত হয়ে একে সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা করুন।”

দলীয় নেতাকর্মীরা মনে করছেন, বেনোজির আহমেদ টিটোর উপস্থিতি সম্মেলনে নতুন উদ্দীপনা যোগ করবে এবং সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে। নেতাকর্মীদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

স্থানীয় নেতারা বলছেন, সম্মেলনের মাধ্যমে বাংড়া ইউনিয়নের রাজনীতিতে নতুন দিক উন্মোচিত হবে এবং বিএনপির কার্যক্রম আরও সুসংহত ও শক্তিশালী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *