দৈনিক তালাশ.কমঃ ময়মনসিংহ জেলা প্রতিনিধি: মোঃ সোহেল মিয়া,
সবাই মিলে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” সর্বস্তরের মানবাধিকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য, এই শ্লোগানকে সামনে নিয়ে বিশ্বর্যালী, আলোচনা, পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ।
সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এই হোক এবারের অঙ্গীকার।
ন্যাশনাল প্রেস সোসাইটি মানবাধিকার দিবস উপলক্ষে গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা উদ্যোগে মানববন্ধন, র্যালি ও আলোচনা পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর মঙ্গলবার ময়মনসিংহ টাউন হলে সকালে ন্যাশনাল প্রেস সোসাইটি সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশগ্রহণ করেন ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম মানবাধিকার সংস্থা ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা সদস্যরা। সংস্থার পক্ষ থেকে অস্থায়ী কার্যালয়ে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র এডভোকেট মোঃ নুরুল হক ।সভাপতিত্ব করেন গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এডভোকেট এ টি এম মাহাবুব আলম । ন্যাশনাল প্রেস সোসাইটি মানবাধিকার বিষয়ে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মুনির হোসেন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেস সোসাইটি’র সাধারণ সম্পাদক কাজী পলাশ,মহানগর কমিটির সভাপতি ডা: টিংকু, ন্যাশনাল প্রেস সোসাইটি’র সাধারণ সম্পাদক মো শ্যামল এডভোকেট লিটন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।র্যালি ও মানববন্ধন শেষে অলোচনা সভা পরিচালনা করেন গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা সদর উপজেলা কমিটি চেয়ারম্যান আছমা আক্তার শিউলী ।