দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডলের বিরুদ্ধে দিনে-দুপুরে সন্ত্রাসী হামলা চালিয়ে সংখ্যালঘু পরিবার সহ বিভিন্ন জনের ফসলী জমির গাছপালা উপড়ে, কলাগাছ কেটে ফেলে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা আব্দুল মতিন মন্ডলসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গতকাল রবিবার থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে গত শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে মহিষবাথান গ্রামের মৃত খয়বর আলীর ছেলে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল, ইসরাফিল মাষ্টারের ছেলে পরাগ হোসেন, মৃত জলিল উদ্দীনের পুত্র রেজাউল ইসলাম, আঃ রশিদের ছেলে আঃ গণি, কাঠালা গ্রামের লবির উদ্দিনসহ অজ্ঞাতনামা আরো ৩০-৪০ জনের একটি দল সন্ত্রাসী হামলা চালিয়ে মহিষবাথান শ্রীধনপাড়া গ্রামের মৃত জতিন চন্দ্র মন্ডলের ছেলে কৃষক দিগেন চন্দ্র মন্ডলের দেড় বিঘা জমির আলুর ফসল উপড়িয়ে ফেলে সেখানে কলাগাছ লাগিয়ে জমি দখলের চেষ্টা করে। এতে ওই কৃষকের ১ লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অপরদিকে একই দিন সংঘবদ্ধ এ দলটি চকচকি দুর্গাপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে ফিরোজ হোসেনের প্রায় ১০ কাঠা জমির ৩০০ ফলন্ত কলাগাছ কেটে জমি দখলের চেষ্টা করে। এতে ওই কৃষকের প্রায় দেড় লক্ষ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে দিগেনের স্ত্রী মুনজু রানী মন্ডল বলেন, তাদের জমির ফসল নষ্ট করছে এমন খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে দেখতে পান একদল লোক দেশীয় অস্ত্র হাসুয়া, কোদাল, সাবল, লোহার রডসহ লাঠিশোটা নিয়ে আলুর গাছ উপড়িয়ে ফেলে কলাগাছ লাগিয়ে জমি দখলের চেষ্টা করছে। ভয়ে তিনি সেখান থেকে পালিয়ে আসেন। চকচকি গ্রামের মোসলেম উদ্দিন জানান, পট পরিবর্তনের পরই আব্দুল মতিন মন্ডলের নেতৃত্বে এলাকায়, জমি দখল, চাঁদাবাজি, বালুমহল দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড অনেক বেড়েছে। তার ভয়ে এলাকায় কেউ মূখ খুলতে সাহস পায় না। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল বলেন, ওই জমিটি অজিত নামের অন্য এক ব্যক্তির। দীর্ঘদিন থেকে দিগেনগং অবৈধভাবে দখল করে আছে, তাদের কোন কাগজপত্রই নেই। এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে
নওগাঁ #