সরকারি টানেল দখল করে অফিস বানাচ্ছে তরুন দল নেতা আলামিন

দৈনিক তালাশ.কমঃ গন্ধ বপুর সাইনবোর্ড এলাকায় সরকারি টানেল দখল করে নিজের অফিস বানাচ্ছে আলামিন যিনি বিগত ৫ আগস্টের আগে সাবেক এম,পি গাজীর সাথে আওয়ামিলীগ এর রাজনীতি করেছে এখন তরুন দলের পরিচয় দেয়। বিশস্ত সুত্রে জানা যায় ৫ আগস্ট এর পরে দল চেঞ্জ করে এখন তরুন দলের নাম ব্যাবহার করছে এই আলামিন।
এলাকাবাসী দাবী করে এই আলামিন ৫ আগস্ট সরকার পতন হওয়ার আগে গাজীর সাথে রাজনীতি করতো তখন থেকে দখলবাজী ভূমিদস্যুতা মেতে উঠতো এই আলামিন। এখন সে তরুন দলের নাম ব্যাবহার করে সরকারি টানেল এর উপর নিজের অফিস বানাচ্ছে।
তারা আরও বলে স্বৈরাচার সরকার আমলে এই আলামিন দের জন্য কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায়নেই এখন স্বৈরাচার পতন হইছে কিভাবে সে বি,এন,পির মত দলের নাম ব্যাবহার করে সরকারি জায়গা দখল করে, আমরা আশা করি বি,এন,পি নেতৃবৃন্দ যারা আছেন তারা এই ভূমিদস্যু দখলবাজ আলামিন এর বিরুদ্ধে ব্যাবস্থা নিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *