দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: দুর্নীতিবিরোধী দিবসে তারুণ্যের শপথ: টাঙ্গাইলে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। সোমবার (৯ ডিসেম্বর) “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইল জেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। পতাকা উত্তোলন ও বেলুন উড্ডয়নের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর সার্কিট হাউজ চত্বরে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক। তিনি বলেন, “তারুণ্যের শক্তি ও সুশীল সমাজের একতা দুর্নীতিকে প্রতিহত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে। আমাদের দায়িত্ব আগামী প্রজন্মের জন্য একটি সুশাসিত ও স্বচ্ছ সমাজ গড়ে তোলা।”
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুর্নীতিবিরোধী প্রতিজ্ঞা পাঠ করেন।
দিবসটির প্রতিটি কর্মসূচিতে তারুণ্যের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয় দুর্নীতি প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণের মাধ্যমে।
স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গড়তে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।