টাঙ্গাইলে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমে শ্রেষ্ঠ নারীদের সম্মাননা প্রদান

দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমে শ্রেষ্ঠ নারীদের সম্মাননা প্রদান। সোমবার ( ৯ ডিসেম্বর) টাঙ্গাইলের জ্বালা প্রশাসকের সম্মেলন কক্ষে

টাঙ্গাইলের জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং মহিলা সংস্থা টাঙ্গাইলের আয়োজনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক। তিনি নারীর অগ্রযাত্রা ও সাফল্যের গৌরবময় ইতিহাস তুলে ধরে বলেন, “জয়িতারা সমাজের রোল মডেল। তাদের এই অর্জন নারীদের আরও বড় স্বপ্ন দেখতে এবং এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।”

আলোচনা সভার শেষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় জেলার শ্রেষ্ঠ জয়িতাদেরকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জনকারী নারী, যারা প্রতিকূলতাকে পেছনে ফেলে সমাজের জন্য উদাহরণ সৃষ্টি করেছেন।

সম্মাননা পাওয়া একজন জয়িতা বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। আমি অন্য নারীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।”

নারী উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে এই ধরনের আয়োজন নারী সমাজের জন্য উৎসাহ ও অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *