দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের নির্বাচনে ১৫৮ ভোট পেয়ে সভাপতি হিসেবে জয়ী হয়েছেন মাসুমুল হক সোহেল ও সাধারণ সম্পাদক হিসেবে ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কবির প্রধান।
শনিবার (৭ই ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশন এড. জাকির হোসেন এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন তথ্যমতে জেলা সম্মিলিত নাট্য কর্মী জোটের অন্য বিজয়ীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মেহফুজুর রহমান, সহ-সভাপতি হিসেবে ১৮২ ভোট পেয়ে জয়ী হয়েছে মো. বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক এ এফ এম ফরহাদ পেয়েছেন ২০৭ ভোট, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন পেয়েছেন ১২৩ ভোট, আইন বিষয়ক সম্পাদক এড. সম্ভু নাথ সাহা সৈকত পেয়েছেন ১৮২ ভোট ও সমাজ কল্যান সম্পাদক রনি ১৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এসময় অনুভুতি প্রকাশ করতে গিয়ে সম্মিলিত নাট্যকর্মী জোটের নব-নির্বাচিত সভাপতি মাসুমুল হক সোহেল বলেন, আজকের এ বিজয় ৩১৮ নাট্যকর্মীর বিজয়। এ বিজয় আমার একার না। আমি সকল সদস্যকে নিয়ে কাজ করতে চাই। সেই সাথে আমরা দায়িত্ব নেওয়ার পর শিল্পীদের কল্যাণে ফান্ড করবো। যাতে করে অসহায় শিল্পীদের পাশে আমরা থাকতে পারি।