সবচেয়ে বড় পরিচয় আমরা দেশের নাগরিক আমাদের মাঝে ধর্ম নিয়ে কোন বাড়াবাড়ি নেই: গিয়াসউদ্দিন

দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, ভারত শেখ হাসিনার কাছ থেকে সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের ক্ষতি করেছে ভারতের স্বার্থ রক্ষা করেছে। শেখ হাসিনার পতন ভারত মেনে নিতে পারছে না। আমাদের হিন্দু ভাইদের ব্যবহার করে দাঙ্গা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে।

শনিবার (৭ নভেম্বর) ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন বিএনপির জনসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, এদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিকে স্বৈরাচারের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন করতে হয়েছে।

এ আন্দোলনে অনেকেই রক্ত দিয়েছে, আমাদের
নেতাকর্মীদের বাড়িঘর ছেড়ে দিনাতিপাত করতে হয়েছে।
পাঁচ আগষ্টের পর শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনার সাথে তার দোসররাও পালিয়ে গেছে। অধিকাংশ পালিয়েছে বিদেশে, আর কেউ কেউ দেশের ভেতরে আত্মগোপন করেছে।

পাঁচ তারিখের পর বিশিষ্টজনেরা জনগণের মেন্ডেটে
দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নেয়ার পর আমাদের নেতা তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন এ সরকারকে সহযোগিতা করি। আমরা তাদের সহযোগিতা করে আসছি।

বাংলাদেশ সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা সবাই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছি। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের মাঝে ধর্ম নিয়ে কোন বাড়াবাড়ি নেই।
তিনি আরও বলেন, আমরা বলেছি ফতুল্লাকে সিটি
করপোরেশনের অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু আমাদের কথা শোনেনি স্বৈরাচারের দোসর। সে চেয়েছিল ইউনিয়ন
পরিষদের সম্পদ লুট করে খাবে। সেকারণে আমরা আবেদন করলেও সেটা বাতিল করিয়ে দিয়েছে সে। তিনি নাকি জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ এনেছেন। তাহলে কোথায় সেসকল টাকা, জলাবদ্ধতা তো কমেনি। সেই সকল টাকা তিনি মেরে খেয়েছেন। তিনি বলেন, এই ফতুল্লা থানাকে আমরা সিটি
করপোরেশনের অন্তর্ভুক্ত করতে পারলে রাতারাতি এ
এলাকার চেহারা পরিবর্তন হয়ে যাবে। এটাই বাস্তবতা। এ
দাবী বাস্তবায়িত হলে আমাদের সকল সমস্যার সমাধান
যাবে। প্রশাসন আমাদের প্রতিশ্রুতি দিয়েছে ফতুল্লাকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করতে দ্রুত ব্যাবস্থা নেয়া হচ্ছে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের
চাওয়া যারা গণহত্যা চালিয়েছে। যারা অন্যায়, অপরাধ ও দেশের সম্পদ লুট করে বিদেশে নিয়ে গেছে। আমরা ওদের সকলের বিচার চাই। তাদের আইনের আওতায় আনতে হবে।
ফ্যাসিস্ট হাসিনার একজন গডফাদার ছিল নারায়ণগঞ্জে
উল্লেখ করে তিনি বলেন, এমন কোন খাত নেই যেখান থেকে তারা অর্থ লুট করেনি। তার অনুসারীরাও অনেক টাকা পাচার করেছে। আজ তারা বিদেশে পালিয়ে আছে।

তাদের সেই পাচার করা অর্থ দিয়ে তারা নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করতে চায়। আমরা তাদের বিচার ও পাচার করা অর্থ ফিরিয়ে আনার দাবী জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *