দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২১শে আগষ্ট গ্রেনেড হামলার মামলা থেকে অব্যহতি পাওয়ায় নগরীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দল নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে নগরীর চাষাড়া এলাকায় এ আনন্দ মিছিল বের করা হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিলো সেই মামলা থেকে অব্যহতি পাওয়ায় আজকে আমরা এ আনন্দ মিছিলের আয়োজন করেছি। আমাদের নেতা তারেক রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ যেসকল নেতৃবৃন্দ বিভিন্ন মিথ্যা মামলার শিকার হয়েছেন অনতিবিলম্বে সেই সব মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি। সেই সাথে নারায়ণগঞ্জের আইকন জাকির খানের মুক্তি দাবী করছি।
এসময় আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন, মহানগর তরুন দলের আহ্বায়ক এস.এম সিফাত রহমান, জাতীয়তাবাদী তরুন দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম সাইফুল আলম সরকার ও মহানগরের নেতা দেলোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।