কালিহাতীতে প্রটেকটিভ লাইফ বৃত্তি -২০২৪ সুষ্ঠু ও সফলভাবে অনুষ্ঠিত

দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: প্রটেকটিভ ইন্সুরেন্স কোম্পানির উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত “প্রটেকটিভ লাইফ বৃত্তি পরীক্ষা ২০২৪” টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) এই বৃত্তি পরীক্ষাটি জোয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জোয়াইর উদয়ন প্রি ক্যাডেট স্কুলে অনুষ্ঠিত হয়।

পরীক্ষা পরিচালনা ও আয়োজন

পরীক্ষার আয়োজনে ছিলেন প্রটেকটিভ ইন্সুরেন্স কোম্পানির টাঙ্গাইল জেলা প্রজেক্ট ডিরেক্টর মোঃ আবুল কাশেম। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক।

জোয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয়: পাঁচটি হলে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জোয়াইর উদয়ন প্রি ক্যাডেট স্কুল: সাতটি হলে পরীক্ষা পরিচালিত হয়।

সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষা দুপুর ১২:৩০-এ শেষ হয়। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নিরিবিলি পরিবেশে সম্পন্ন এই পরীক্ষায় প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অভিভাবকদের অংশগ্রহণ

পরীক্ষার সময় শিক্ষার্থীদের অভিভাবকরা পরীক্ষাকেন্দ্রের বাইরে অবস্থান করে তাদের সন্তানের সাফল্যের প্রত্যাশায় অপেক্ষা করেন। এ সময়ে অভিভাবকদের মধ্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

পরীক্ষার গুরুত্ব ও সুফল

বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহ প্রদান করা হয়েছে। প্রটেকটিভ লাইফ বৃত্তি প্রোগ্রামটি শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথে একটি বড় সুযোগ সৃষ্টি করবে। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে এবং শিক্ষায় ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করবে।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা প্রতিনিধি সাংবাদিক অভিভাবক বৃন্দ জানান, এই পরীক্ষাটি ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও বড় সুযোগ তৈরি করবে বলে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

পরীক্ষার ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে বলে জানা গেছে, যা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *