তারেক রহমান জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ রূপগঞ্জ ইউনিয়ন যুবদল

দৈনিক তালাশ.কমঃপরিশুদ্ধ বাংলাদেশ চাই এই প্রত্যয় নিয়ে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

দফাগুলোর মধ্যে রয়েছে, সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্ত্বা প্রতিষ্ঠা, জাতীয় সমন্বয় কমিশন গঠন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার, সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা প্রদান, মিডিয়া কমিশন গঠন, সর্বস্তরে আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা ইত্যাদি।
এ সময় ধানের শীষে ভোট দিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠা করার আহবান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক
মোঃ সৈকত রহমান বারেক বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতা আমাদের নেতাকর্মীদের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ধানের শীষে ভোট দিযে ক্ষমতায় আনতে হবে।
জনতাকে হত্যাকারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এমন মন্তব্য করে মোঃ সৈকত রহমান বারেক বলেন,কোটা আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে নৃশংসভাবে গণহত্যা চালিয়েছে। বিগত ১৫ বছর গুম, খুনসহ লুটপাট করেছে। খুনি হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। শেখ হাসিনা ও তার দোসররা লুটেপুটে দেশকে ধ্বংস করে দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার করতে হবে। তাদের হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত।দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র উপহার দিতে হবে। পদত্যাগী সরকারের লোকজন নানাভাবে চক্রান্ত করছে। সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা করছে, ডাকাতি করছে, বিভিন্ন অপকর্ম করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। ভারতীয় কিছু গণমাধ্যম ছাত্র জনতার ঐতিহাসিক বিজয় ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে প্রপাগা-া চালাচ্ছে। এসব ষড়যন্ত্রকারীদের চক্রান্ত জনগণ রুখে দেবে। অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দল-মত নির্বিশেষে গণতন্ত্রের সুফল দেশের মানুষকে ভোগ করবে।

এই সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদল
সিনিয়র সাধারন সম্পাদক মোঃ রমজান মিয়া, ৭ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, রুপগঞ্জ ইউনিয়ন যুবদল নেতা মোঃ দ্বীন মোহাম্মদ, ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়া, ৭নংওয়াড সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান, ৭নংওয়াড সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়া,
১ নং সিনিয়র সহ সভাপতি মোঃ রতন মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *