দৈনিক তালাশ.কমঃস্টাফ রিপোর্টার: দেওভোগ পোষাক প্রস্তুতকারক মালিক সমিতির নব-গঠিত কমিটির পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে নগরীর দেওভোগ সোহরাওয়ার্দ্দী মার্কেট প্রাঙ্গণে নব গঠিত এ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় দেওভোগ পোষাক প্রস্তুতকারক মালিক সমিতির নব গঠিত কমিটিতে কবির হোসেন খানকে সভাপতি ও সুজন মাহমুদ কে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সভায় কবির হোসেন বলেন, আপনাদের মার্কেটে মালিক সমিতির সভাপতি করায় আমি চিরকৃতজ্ঞ। মার্কেটের যে কোন সমস্যায় আমি আপনাদের পাশে আছি এবং মার্কেটের যাবতীয় নিরাপত্তায় আমি সর্বদাই নিজেকে সচেষ্ঠ রাখবো।
দেওভোগ পোষাক প্রস্তুতকারক মালিক সমিতির নব-গঠিত কমিটির সভাপতি কবির হোসেন খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন মাহমুদ এর সার্বিক পরিচালনায় এসময় সভায় আরো উপস্থিত ছিলেন, দেওভোগ পোষাক প্রস্তুতকারক মালিক সমিতির উপদেষ্টা মনোয়ার হোসেন মনা, মনির হোসেন খান, সরকার হুমায়ুন কবির, আলহাজ্ব মোহাম্মদ হোসেন বেপারী, খাজা অলিউল্লাহ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম রতন, মোঃ সেলিম সারোয়ার, আওলাদ হোসেন, মোতালেব বেপারী, সোহরাব হোসেন ভূঁইয়া, রাজিব মন্ডল আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ রফিক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রমজান, বাংলাদেশ নিটিং অনার্স এসোসিয়েশন এর সভাপতি সেলিম সারোয়ার ও দেওভোগ পোষাক প্রস্তুতকারক মালিক সমিতির ক্রীড়া সম্পাদক রানা মুন্সি সহ নব গঠিত কমিটির নেতৃবৃন্দ।