কালিহাতীর খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলসহ অভিভাবক ছাউনি উদ্বোধন

দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম এবং অভিভাবক ছাউনি উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বাগুটিয়া বাজার সংলগ্ন বিদ্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল খান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাত হুসেইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খিলদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহানুর রহমান শাহীন, সমাজসেবক সামসুল আলম ফকির, ব্যবসায়ী আব্দুর রহমান, আব্দুস সালাম, ব্যবসায়ী কমল সাহা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক প্রমূখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র পাল স্বাগত বক্তব্যে মিড ডে মিল কার্যক্রমের তাৎপর্য ব্যাখ্যা করেন। তিনি জানান, মিড ডে মিল চালুর মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণ, স্কুলে উপস্থিতি বৃদ্ধি এবং পড়াশোনায় আগ্রহ জাগানোর নতুন দ্বার উন্মোচিত হবে। তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নয়নে পুষ্টিকর খাদ্যের অবদান গুরুত্বপূর্ণ। এ কার্যক্রম তাদের স্বাস্থ্যবান ও উদ্যমী নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।”

অভিভাবকদের জন্য নির্মিত ছাউনি উদ্বোধনকালে ইউএনও শাহাদাত হুসেইন বলেন, “শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের জন্যও বিদ্যালয়ের পরিবেশ উন্নত করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ছাউনি অভিভাবকদের জন্য আরামদায়ক ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করবে।”

উৎসবমুখর পরিবেশ
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ও মিজানুর রহমান। একই দিনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় এবং ক্লাস পার্টি-২০২৪ উদযাপন করা হয়। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

মিড ডে মিল ও অভিভাবক ছাউনি চালু হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ শিক্ষা ও পুষ্টি ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *