কালিহাতী শাজাহান সিরাজ কলেজ কেন্দ্র ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: কালিহাতী শাজাহান সিরাজ কলেজ কেন্দ্র ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। ৩০ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয় ও দুপুর ১২টায় শেষ হয়। পত্রিকার জগতে একমাত্র পত্রিকা যা ২৮ ২৮ বছর যাবত প্রকাশিত সাপ্তাহিক ইনতিজার দুঃসাহসিক কাজ এই শিশুবৃত্তি ২০০৯ থেকে চালু করেছেন।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার শাজাহান সিরাজ কলেজ কেন্দ্রে সুষ্ঠু ও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হয়েছে ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষা। এ বছর এ কেন্দ্রে পরীক্ষায় ৫০১ জন শিক্ষার্থীর মধ‍্যে ১২ জন অনুপস্থিত থাকায় মোট ৪৮৯ জন অংশগ্রহণ করেছে। কালিহাতী উপজেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেয়।

কেন্দ্র পরিচালনা ও দায়িত্বপ্রাপ্তগণ:
শাজাহান সিরাজ কলেজ কেন্দ্রে পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন অধ্যাপক ফরিদা ইয়াসমিন। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক আ ন ম শাফিউল্লাহ।

পরীক্ষার ইতিহাস ও বিস্তার:
২০০৯ সাল থেকে নিয়মিতভাবে এই শিশুবৃত্তি পরীক্ষা আয়োজিত হয়ে আসছে। মূলত প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা আয়োজন করা হয়। কালিহাতী শাজাহান সিরাজ কলেজ ছাড়াও কালিহাতিতে আরো দুইটি কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হয় সেগুলো হল এলেঙ্গা ও ভোক্তা কেন্দ্র। ইহা ছাড়াও টাঙ্গাইল সদর, দেলদুয়ার এবং লাউহাটি উপজেলায় আরও তিনটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার আয়োজন ও উদ্দেশ্য
ইনতিজার শিশুবৃত্তি পরীক্ষার আয়োজক সাপ্তাহিক ইনতিজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ‍্যাপক এ.বি.এম. আব্দুল হাই। শিশুদের মধ্যে পরীক্ষার আতঙ্ক ও ভয়-ভীতি দূর করে তাদের আত্মবিশ্বাস তৈরি করাই এই পরীক্ষার মূল লক্ষ্য। পরীক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং এটি শিক্ষাজীবনের একটি আনন্দময় অভিজ্ঞতা হয়ে ওঠে।

পরীক্ষা চলাকালীন অভিভাবকদের অংশগ্রহণ
পরীক্ষা চলাকালে অভিভাবকরা কলেজ মাঠে অপেক্ষা করেন এবং তাদের সন্তানদের সাফল্যের জন্য প্রার্থনা করেন। এ অভিভাবকদের উপস্থিতি শিক্ষার্থীদের মানসিকভাবে উজ্জীবিত করে।

ইন্তেজার শিশুবৃত্তি পরীক্ষা আজ শুধু একটি পরীক্ষা নয়, এটি শিশুদের মানসিক বিকাশের পথে একটি সুন্দর উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *