দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল জেলা ইউনিটের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট এস এম ফাইজুর রহমান। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহির।
সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রবীণ ও প্রথিতযশা আইনজীবী অ্যাডভোকেট আলহাজ্ব গোলাম মোস্তফা মিয়া, যিনি এ বছর পেশায় ৪০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মাননা লাভ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আলী ইমাম তপন, আলহাজ্ব রফিকুল ইসলাম রিপন, অ্যাডভোকেট ফারুক আহমেদ, অ্যাডভোকেট মোয়াজ্জেম বাবুল এবং অ্যাডভোকেট মইদুল ইসলামসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ২০২৫-২৬ অর্থবছরের টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির নির্বাচনে ফোরামের নেতৃত্ব ঘোষণা করেন। এ সময় ফোরামের সভাপতি পদে অ্যাডভোকেট জহুর আজহার খান এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ কে এম রফিকুল ইসলাম (রতন) মনোনীত হওয়ার ঘোষণা দেওয়া হয়।
সভার শেষে আইনজীবীদের ঐক্য, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এ সভাটি আইনজীবী মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং আগামী দিনের নির্বাচনে ফোরামের অগ্রযাত্রার দিশা প্রদান করেছে।