দৈনিক তালাশ.কমঃস্টাফ রিপোর্টার: হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, একটি পক্ষ ইসকনের কাঁধে ভর করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তোমরা বাঙালি মানুষের চিন্তাভাবনা জানো না। ১৯৭১ সালে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। তোমরা আবার দেশকে অস্থিতিশীল করতে চাইলে তোমাদের পিঠের চামড়া থাকবে না।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এড. সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের আয়োজনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি একথা বলেন।
মাওলানা ফেরদাউসুর রহমান আরও বলেন, একটি পক্ষ আমাদের ল্যাং মেড়ে মাঠে নামাতে চাচ্ছে ও দেশে দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছে। আমাদের বোকা ভাবলে চলবো না। রাষ্ট্র আমরা স্বাধীন করেছি আমরাই সংস্কার এবং কাঠামো তৈরি করে সুশৃঙ্খলভাবে এদেশ পরিচালনা করে দেখাবো। ফ্যাসিস্ট (আওয়ামী লীগ) সরকার বিদায় হবার পর থেকে এখন আর ছাত্রলীগ দেখা যায় না। এই রাষ্ট্র তাদের নিষিদ্ধ করেছে তাদের কর্মকান্ডের কারণে। তারা ১৫/১৭ বছর লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী হারুন উর রশিদ এর সভাপতিত্বে এসময় বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি তৈয়ব আল হোসাইনী, মহানগরের সহ-সভাপতি মাওলানা কামালউদ্দিন দায়েমী, সহ-সভাপতি মাওলানা মনিরুজ্জামান, হেফাজতে ইসলাম বাংলাদেশ মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক মুফতী আলাউদ্দিন ফরাজি ও সাংগঠনিক সম্পাদক আব্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।