কালিহাতীর সাকরাইল কেন্দ্রীয় জামে মসজিদে ৫৬তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীর সাকরাইল কেন্দ্রীয় জামে মসজিদে ৫৬তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।

সোমবার (২৫ নভেম্বর) বাদ আসর হতে সাকরাইল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ৫৬তম বার্ষিক ওয়াজ মাহফিল। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী জীবনধারা সম্পর্কে সঠিক দিকনির্দেশনা প্রদান করা।

ওয়াজ মাহফিলের ফজিলত:
ইসলামী দৃষ্টিকোণ থেকে ওয়াজ মাহফিল জ্ঞান চর্চা, আত্মশুদ্ধি এবং আল্লাহর প্রতি ভক্তি ও আনুগত্য বৃদ্ধির অন্যতম মাধ্যম। মহান আল্লাহ তাআলা বলেন:
“তোমাদের মধ্যে একটি দল এমন হওয়া উচিত যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎকাজের আদেশ দেবে এবং অসৎকাজ থেকে বিরত রাখবে। তারাই সফলকাম।” (সূরা আলে ইমরান: ১০৪)

রাসূলুল্লাহ (সা.) বলেন:
“তোমরা জ্ঞান অর্জন করো এবং তা প্রচার করো। কারণ, জ্ঞান অর্জন করা ইবাদতের শামিল।” (ইবনে মাজাহ)

এই মাহফিলে দেশের খ্যাতনামা আলেমগণ কুরআন ও সুন্নাহর আলোকে বক্তব্য রাখবেন, যা শ্রোতাদের হৃদয়কে ছুঁয়ে যাবে এবং ইসলামের সঠিক জ্ঞান অর্জনে সহায়ক হবে।

মাহফিলের আয়োজন:

সাকরাইল কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি: মোঃ মোকদম আলী মাস্টার ও

সাধারণ সম্পাদক: আলহাজ্ব মোতালেব হোসেন

সভাপতিত্বে: আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান (মোহতামিম, ইপিআর মদিনাতুল উলুম মাদ্রাসা)।

প্রধান বক্তা: হযরত মাওলানা মোঃ ইসমাইল হোসেন সিরাজী (আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন)।

অন্য বক্তারা হলেন কোকিল কণ্ঠস্বর মাওলানা মোঃ ওমর ফারুক যুক্তিবাদী এবং হাফেজ মাওলানা আব্দুল সাত্তার।

সবার জন্য উন্মুক্ত

এই মাহফিলে মুসলিম উম্মাহর জন্য ইসলামি আদর্শ ও জীবনধারা অনুসরণের শিক্ষার ব্যাপক সুযোগ রয়েছে। সংশ্লিষ্ট সবাইকে মাহফিলে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
অসংখ্য নারী-পুরুষ ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *