দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ জেলা সদর উপজেলা কালীতলা ও সাবান ফ্যাক্টরি এলাকায় গত ১৮/০৯/২০২৪ খ্রিঃ এবং ২৯/০৯/২৪ খ্রিঃ তারিখে নওগাঁ শহরে পৃথক ০২টি ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় দস্যুতা এবং একটি ডাকাতি মামলার রুজু করা হয়। উক্ত ঘটনায় নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কুতুব উদ্দিনের(অতিরিক্তডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) প্রত্যক্ষ দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এই দুটি মামলার রহস্য উদঘাটন হয়। নওগাঁ সদর মডেল থানার পুলিশ টিম বিভিন্ন এলাকা অভিযান পরিচালনা করে ২টি মামলায় লুন্ঠিত মালামাল সহ জড়িত আসামীদের গ্রেফতার করে। ডাকাতির ঘটনার পূর্বে প্রেস- রিলিজএ প্রদর্শিত ডাকাতদের সিসিটিভি ফুটেজে দেখানো ডাকাত সদস্যসহ জড়িত অন্যান্য ডাকাত সদস্যরা মামলায় আটক হয়েছে।
তদন্তকারী অফিসারগন মামলা তদন্তকালীন সময়ে গত ২৯/১০/২৪ খ্রিঃ ঢাকা আশুলিয়া থানা এলাকা হতে ডাকাত মোঃ মাহবুব মন্ডল (২৫) পিতা-মোঃ নূর ইসলাম মন্ডল, সাং-গোরাট, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে এবং ৩১/১০/২৪ সিংড়া থানা এলাকা হতে ডাকাত মোঃ ইছব হোসেন (২৭) পিতা-মফেজ প্রাং সাং-বিলদহর, থানা- সিংড়া, জেলা নাটোরকে কে লুন্ঠিত ওয়ান প্লাস নাইন আর টাচ ফোন এবং নোকিয়া মোবাইল ফোন সহ গ্রেফতার করলে মামলার মূল রহস্য উদঘাটন সহ জড়িত সকল ডাকাতদের সনাক্ত হয়। উল্লেখিত মালামালসহ ০৭ জন ডাকাত গ্রেফতার হয়। অতপর তদন্তকারী অফিসারগন অদ্য ২৩/১১/২৪ খ্রিঃ মধ্যরাতে গাজিপুর জেলার কালিয়কৈর থানা এলাকা হতে ডাকাতদলের নেতা মিন্টু (৩৭) পিতা-মৃত নামাজ আলী, সাং-বিলদহর, থানা সিংড়া জেলা নাটোরকে গ্রেফতার করেন এবং ডাকাত মিন্টুর দেওয়া তথ্য মোতাবেক নওগাঁ শহরে ইদুর বটতলী এলাকায় ভাড়াটিয়া বাড়ি হতে ডাকাত রাব্বানী রানা (২৭), পিতা-মোঃ ওয়াজেদ আলী, সাং-বিলদহর, থানা সিংড়া জেলা নাটোরকে গ্রেফতার করেন। গ্রেফতার ডাকাতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নওগাঁ #