দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীর বাগুটিয়াস্থ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১ টায় বাগুটিয়াস্থ টেক্সটাইল কলেজ (বিটেক) ক্যাম্পাসে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থীদের জন্য নির্ধারিত এই ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা ছিল ১২০। তবে প্রতিযোগিতা ছিল তীব্র, কারণ মোট ২৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিলেন।
সকাল ১১টায় শুরু হয়ে এক ঘণ্টা ২০ মিনিট ধরে চলে। পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও নির্ভুল রাখতে ঢাকা থেকে উপস্থিত ছিলেন উপসচিব এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের (BTMC) শিক্ষা বিভাগের পরিচালক হোসনে আরা বেগম। তার সাথে ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (BUTEX) অধ্যাপক মোহাম্মদ আলী।
পরীক্ষা শেষে অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, “ভর্তি পরীক্ষার পরিবেশ যথেষ্ট ভালো ছিল। পরীক্ষার পুরো প্রক্রিয়া স্বচ্ছতার সাথে পরিচালিত হয়েছে।”
তবে ২৮৩ জন নিবন্ধিত পরীক্ষার্থীর মধ্যে ২০১ জন উপস্থিত ছিলেন, যা ৭১.০২% উপস্থিতি হার নির্দেশ করে। অনুপস্থিত ছিলেন ৮২ জন।
এ প্রসঙ্গে সংশ্লিষ্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল কাদের বেপারী জানান, “করোনা মহামারীর প্রভাব এবং শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কিছুটা বিলম্ব হয়েছে। এছাড়া জুলাই-আগস্ট মাসে বিভিন্ন বৈষম্য বিরোধী আন্দোলনও শিক্ষার্থীদের মনোযোগে প্রভাব ফেলেছে।”
পরীক্ষায় শিক্ষার্থীদের আগ্রহ এবং উপস্থিতি সত্ত্বেও বিষয়গুলো দ্রুত সমাধানের ওপর জোর দেন সংশ্লিষ্টরা, যাতে ভবিষ্যতে আরো বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে এবং শিক্ষাব্যবস্থা আরও কার্যকর হয়।