কালিহাতীতে মরহুম সৈয়দ এরশাদ হোসেনের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বাংড়া গ্রামে মরহুম সৈয়দ এরশাদ হোসেনের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। শুক্রবার (২২ নভেম্বর ) বাদ এশা মরহুমের ছোট ছেলের বাসভবনে

মরহুম সৈয়দ এরশাদ হোসেনের আত্মার মাগফিরাত কামনায় তার ছোট ছেলে সৈয়দ রাশেদের আয়োজনে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে মরহুমের পরিবার, আত্মীয়স্বজন, গ্রামবাসী এবং দূর-দূরান্ত থেকে আগত অতিথিরা অংশগ্রহণ করেন।

মাহফিলটি পরিচালনা করেন বাংড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ মনজুরুল এবং মোয়াজ্জেম সৈয়দ জামিল হোসেন। কোরআন তেলাওয়াত ও হাদিসের আলোকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের ছোট জামাতা মোঃ জুরান আলী, ভাগিনা সাবেক পুলিশ পরিদর্শক সৈয়দ শফিকুল ইসলাম, মরহুমের ভাই সৈয়দ আলী আজগার, ভাগিনা সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ, বড় ছেলে সৈয়দ আব্দুর রাজ্জাকসহ আরও অনেক বিশিষ্টজন।

অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে তবারক হিসেবে টাঙ্গাইলের প্রসিদ্ধ চমচম বিতরণ করা হয় এবং আমন্ত্রিত হুজুরসহ প্রায় ১০ জনকে ডিনারে আপ্যায়ন করা হয়।

উল্লেখ্য, কতই না ভাগ্যবান মরহুম সৈয়দ এরশাদ হোসেন। জীবদ্দশায় তিনি তার কুলখানি সম্পন্ন করতে পুরো গ্রামের মানুষকে দাওয়াত করেছিলেন। মৃত্যুর পরেও তার সন্তানেরা তার স্মরণে বিশাল মধ‍্যাহ্ন ভোজের আয়োজন করেছেন। এমনকি তার ছোট মেয়ের স্বামী বাংড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নের জন্য মরহুমের নামে পাঁচ হাজার টাকা অনুদান দিয়েছেন।

মরহুমের জানাজায় বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল দৃষ্টান্তমূলক। সৈয়দ আলী আজগর এ প্রসঙ্গে মন্তব্য করেন, “অনেক মন্ত্রী-এমপিদের জানাজায়ও এত লোক হয় না।” সত্যিকার অর্থে, দারিদ্র্য সীমার নীচে জীবন-যাপন, সাদাসিধা জীবন যাপন করেও মরহুম সৈয়দ এরশাদ হোসেন ভাগ্যবান ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *