দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসিন হাবিব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলায় চল”—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে বন্ধু মহল আয়োজিত বন্ধু মহল ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর (বুধবার) বিকেলে উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় আল-মিন ফুটবল একাদশ এবং শুভ ফুটবল একাদশ। হাজারো দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ এই খেলায় আল-মিন ফুটবল একাদশ ১-০ গোলে শুভ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
উপস্থিতি ও আনুষ্ঠানিকতা:
খেলার উদ্বোধনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাইরুল ইসলাম মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী পৌর বিএনপির সহ-সভাপতি মো. শাহানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকবর হোসেন, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. সামসুল আলম, ব্যবসায়ী মো. কাদের মন্ডল, মো. শাহজাহান তালুকদার, এবং সমাজসেবক মো. সালাম মন্ডল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মো. জুয়েল তালুকদার, মো. মনসুর আলী, মো. তৈবুর রহমান, ডাঃ মো. রফিকুল ইসলাম, বাংড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুজন মাহমুদ, কালিহাতী এম রহমান মেমোরিয়াল হাসপাতালের পরিচালক মো. সানোয়ার হোসেন, গ্রীন ট্রান্সপোর্ট লিমিটেডের মো. নাসির হোসেন এবং শাহীন রানা।
পুরস্কার বিতরণী:
খেলার শেষে রানারআপ দল শুভ ফুটবল একাদশের সকল খেলোয়াড় এবং চ্যাম্পিয়ন আল-মিন ফুটবল একাদশের সকল খেলোয়াড়দের মেডেল পরিয়ে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি, রানারআপ এবং চ্যাম্পিয়ন দলের জন্য পৃথক দুটি ট্রফি ফ্রিজ দু’ দলের অধিনায়ক এর হাতে তুলে দেওয়া হয়।
খেলার গুরুত্ব:
এই আয়োজনের মাধ্যমে তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা দেওয়া হয়। ফাইনাল খেলা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে আগত হাজারো দর্শকের উপস্থিতি প্রমাণ করে যে, ফুটবল এখনো দেশের অন্যতম জনপ্রিয় খেলা।
এ ধরনের আয়োজন নিয়মিত হলে যুবসমাজের উন্নয়ন ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে বলে মনে করেন অতিথিরা।